দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মঙ্গলপুর বাজারের পূর্ব পাশের মাঠে জানাজার নামাজ শেষে, পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র, স্ত্রী, মা, ভাইবোন সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সংসদ সদস্য পদ প্রার্থী আইয়ুব করম আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কদ্দুছ, লক্ষিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আমিরুল হক, নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল হক নমু, বোগলা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, মান্নারগাও ইউনিয়ন চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, পান্ডারগাও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বিএনপি নেতা আলতাফুর রহমান খসরু, ছাতক দোয়ারাবাজার উপজেলা বিশিষ্টজন, সূধীজন ও আত্মীয় স্বজন সহ দল-মত নির্বিশেষে হাজারো মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
এর আগে সোমবার বিকালে সিলেট রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে হাসপাতাল থেকে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
ফারুক আহমেদ চেয়ারম্যান একজন গুণী রাজনৈতিক ব্যাক্তি ছিলেন। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করতেন। তিনি উপজেলা বিএনপির সাধারণত সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনসহ দুই মেয়াদে পান্ডারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার উপজেলার বিশিষ্টজন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।