দোয়ারাবাজারে বাংলাবাজার খেলার মাঠ দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার (২২ নেভম্বর) বিকেলে উপজেলার বাংলাবাজার হাসপাতাল মাঠে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, দেশ স্বাধীনের আগে থেকে এই মাঠ খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরবর্তীতে মাঠ দখল হওয়ায় এখন খেলাধুলা করা যাচ্ছে না। মাঠের চতুর্দিকে গাছপালা লাগিয়ে এবং স্থাপনা তৈরি করে যে যার মতো মাঠ দখলে নিয়ে যাচ্ছে। দেখার কেউ নেই। অবিলম্বে মাঠ দখল মুক্ত করে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ তৈরি করার দাবি জানাই।
এব্যাপারে পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশ নেয়া আবুল হাশিম বলেন, বাংলাবাজার ইউনিয়নের একমাত্র খেলার মাঠটি এখন দখল হয়ে যাচ্ছে। চতুর্দিকে গাছপালা লাগিয়ে দখল করার চেষ্টা করা হচ্ছে। খেলাধুলার সুবিধার্থে গাছের ঢাল কাটতে গেলে দখলদারেরা ছেলেদের মারধর করার ঘটনাও ঘটিয়েছে। অবিলম্বে মাঠ দখল মুক্ত করার দাবি জানাই।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী চৌধুরী বলেন, বাংলাবাজার খেলার মাঠটি দখল হচ্ছে এমন অভিযোগ পেয়েছি। সার্ভেয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন দেওয়ার পর দখলমুক্ত করতে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুবায়ের আহমদ, কামাল হোসেন, শামীম আহমদ, সোহেল মিয়া, মারুফ হোসেন, আব্দুছ ছোবহান, ফরিদ আহমদ, জামিন আহমদ, জাহিদ হাসান, তানভীর আহমদ, নিখাত , শরীফ আহমদ, মাছুম আহমদ, একরাম হোসেনকে, ইমরুল ইসলাম, হৃদয়, সজিব আহমদ, নাঈম আহমদ, মোজাম্মিল হোসেন প্রমুখ।