নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির প্রস্তাবে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার সাংবিধানিক সংস্থাটির পক্ষ থেকে এই অনুমতি দেয়া হয় বলে একটি সূত্র নিউজবাংলাকে নিশ্চিত করেছে।
এর আগে দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলির জন্য নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তারই ধারাবাহিকতায় মন্ত্রণালয় থেকে প্রথম পর্যায়ে ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা পাঠানো হয় ইসিতে।
বুধবার নির্বাচন কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়। পরে বিষয়টি নিয়ে কমিশন বৈঠকে বসে। এতে যাচাই-বাছাই শেষে ওসি বদলির বিষয়ে সিদ্ধান্ত হয়।