বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসনের ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে। লাগামহীন লুটপাট, দূর্ণীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে গেছে। চলতি রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কয়েকগুন বেড়েছে। দেশে আজ গণতন্ত্র, বাকস্বাধীনতা, আইনের শাসন নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে গভীর সংকটের মধ্যে ঠেলে দিয়েছে। এই সংকট থেকে দেশেকে মুক্ত করতে হলে নির্দলীয় সরকারের অধিনে নিরপেক্ষ নির্বাচনের দাবী আদায় করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার (০৮ এপ্রিল) নগরীর একটি কনভেনশন হলে সিলেট জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতারের পূর্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঘোষিত ১০ দফা বাস্তবায়ন করে জনগণের নিকট দেশের মালিকানা বুঝিয়ে দিতে হবে। এই সরকারের পদত্যাগ নিশ্চিত করে দেশে জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপি নেতা এড আশিক উদ্দিন আশুক, ফয়সল আহমেদ চৌধুরী, ইশতিয়াক সিদ্দিকি, এড. হাসান পাটোয়ারী রিপন, আজিজুর রহমান আজিজ, আলী আকবর, জসিম উদ্দিন, সারওয়ার হোসেন, নজরুল ইসলাম, ইসমাইল হোসেন সেলিম, শরীফুল হক, মুজিবুর রহমান চেয়ারম্যান, আব্দুল হাফিজ, আব্দুর রহমান, নোমান উদ্দিন মুরাদ, রায়হান এইচ খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপি নেতা মামুনুর রশীদ (চাকসু), হাজী সাহাব উদ্দিন, ফখরুল ইসলাম ফারুক, একে এম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী, শহীদ আহমদ, সুরমান আলী, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুব কাদির শাহী, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশীদ মামুন, নুরুল আলম সিদ্দিকী খালেদ, এডভোকেট আবু তাহের, রফিকুল ইসলাম শাহপরান, কোহিনূর আহমদ, এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, এডভোকেট সাইদ আহমদ, মাহবুবুল হক চৌধুরী, এড মুজিবুর রহমান মুজিব, জসিম উদ্দিন, শাকিল মোর্শেদ, শাহ আলম স্বপন, শফিকুর রহমান, মুশিকুর রহমান মুহি, এডভোকেট আল আসলাম মুমিন, রাহাত চৌধুরী মুন্না, এডভোকেট মোস্তাক আহমদ, জয়নাল আহমদ রানু, রেজাউল করিম নাচন, মতিউল বারী খুরশেদ, আলাউদ্দিন রিপন, নজরুল ইসলাম, জালাল খান, আব্দুল মালেক, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, আজিজুল হোসেন আজিজ, দেওয়ান জাকির, আফছর খান, কুমকুম ফাহিমা, সুলতানা রহমান দিনা, আলতাফ হোসেন সুমন, সুদীপ জ্যোতি এষ, দেলওয়ার হোসেন দিনার, ফজলে আহসান রাব্বী।
উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন- মো. মাহবুব আলম, হাজী মো. শরীফুল হক প্রমুখ।
উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির ইফতার মাহফিলে যোগদানের পথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার করে পুলিশ। এর কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়েই ইফতার মাহফিলে যোগদান করেন তিনি।