দেশ আজ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়ার পথে : মজিদ খান

হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, ক্রীড়াও অবকাঠামো উন্নয়নে রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। দেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়ার পথে। এর কারিগর হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বানিয়াচং এল আর সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে শিক্ষার পাশাপাশি খেলাধূলার চর্চা করতে হবে। খেলাধূলায় যেমনিভাবে শারীরিক উন্নতি হয়, তেমনিভাবে জ্ঞানেরও বিকাশ ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মাসুদুল হাসান, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, প্রবীন শিক্ষক আব্দুল মজিদ, বিপুল ভূষণ রায়, শ্যামা প্রসাদ বিশ্বাস, মাস্টার কবির মিয়া ও মো. বায়জিদ প্রমুখ।

সভা সঞ্চালণা করেন সহকারি শিক্ষক মঞ্জরুল ইসলাম। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।