পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। সব পূজামণ্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়নের পাশাপাশি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারি থাকবে।
শনিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর কার্যালয়ে দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগ সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার। বর্তমান সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা এখন বিশ্ব দরবারে অনন্য।
অনুষ্ঠানে জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান সভাপতিত্বে তদন্ত অফিসার সুশংকর পালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবীন রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশিদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সার্কেল অফিসার শুভাশিস ধর, জগন্নাথপুর উপজেলা দুর্গাপূজা উদযাপন পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের লোকজন।
সিলেট ভয়েস/এএইচএম