আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
স্কোয়াডে পেসার হাসান মাহমুদকে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া, দলে কোনো পরিবর্তন আসেনি।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। বিসিবি জানায়, নতুন করে টাইগার স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার হাসান মাহমুদ। এশিয়া কাপ শেষ করে এসে বিশ্রামে ছিলেন তিনি।
এর আগে, প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে। এই সিরিজে বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাই তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। দুই দফা মুষলধারে বৃষ্টি হওয়ার পর খেলা আর মাঠে গড়ায়নি।
যেমন হতে পারে দ্বিতীয় ম্যাচের একাদশ-
তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।
সিলেট ভয়েস/এএইচএম