বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের পৃথক দুই মামলায় বৃহস্পতিবার (১৬ জুন) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুর উদদীনের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০১৪ এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ২০১৬ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে দুটি মামলা হয়।