অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধির সঙ্গে অশ্রাব্য ভাষায় কথা বলায় দুঃখ প্রকাশ করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু।
শুক্রবার (২২ জুলাই) দুপুরে অনাকাঙ্খিত ওই ঘটনা নিয়ে হিলডাউন সার্কিট হাউসে জরুরি বৈঠকে বসেন জেলা প্রশাসক, কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতারা।
এ সময় ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইদুল ফরহাদ ও টেকনাফ ইউএনও মোহাম্মদ কায়সার খসরু উপস্থিত ছিলেন।
বৈঠকে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও খুবই লজ্জিত। এ সময় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার আশ্বাসও দেন তিনি।’
বৈঠকে উপস্থিত সাংবাদিক নেতারা ওই ইউএনওকে দ্রুত অপসারণ করে বিচারের আওয়তায় আনার দাবি জানান।
প্রসঙ্গত, আগে বৃহস্পতিবার (২১ জুলাই) ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত ওই সংবাদে ক্ষিপ্ত হয়ে ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধিকে অকথ্য গালাগাল করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু।