সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার, নতুন পাড়া, বাংলাবাজার উত্তর পার, হাতলাচূড়া ও নতুন মির্জাপুরসহ বিভিন্ন গ্রামের বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার (৩ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই ত্রাণ বিতরণ করেন ঢাকা উত্তর মহানগর যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সালমা আক্তার তুহিন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, আকদ্দুছ আলী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ঢাকা উত্তর মহানগর যুব মহিলা লীগের সহ-সভাপতি আলেয়া খাতুন ডলি, সাধারণ সম্পাদক শুভ হালদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক লিমা আক্তার, দারুছ সালাম থানা যুব মহিলা লীগের সভাপতি আয়েশা আক্তার নীলা, সহ-সভাপতি সুপ্তি, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুবলীগ নেতা ইছতেয়াক খান, ছাত্রলীগ নেতা অসিম তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ বিতরণ করার সময় সালমা আক্তার তুহিন বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। মানবসেবাই মানুষের কাজ। শেখ হাসিনার নেতৃত্বে আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, গণমানুষকে সহায়তা দিতে আমরা সুনামগঞ্জে এসেছি। আজ আমরা বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছি।