দিরাই উপজেলা খেলাঘর আয়োজনে দিরাইয়ে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৩ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬ টায় খেলাঘরের অস্থায়ী কার্যালয়ে উপজেলা খেলাঘর সভাপতি সুধাসিন্ধু দাস রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র বিশ্বজিত রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা।
প্রধান অতিথির বক্তব্যে দিরাই পৌরসভার মেয়ের বিশ্বজিৎ রায় বলেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নামে চত্বর করার চিন্তাভাবনা আছে। পৌরসদরের থানা পয়েন্টে মুক্তিযোদ্ধা চত্বর বা শাহ আব্দুল করিম চত্বর করার চিন্তাভাবনা আমরা রয়েছ।
তিনি আরো বলেন, আমাদের পৌর ভবনের পাশে খালি জায়গায় রয়েছে আমরা সেখানে লাইব্রেরি করার চিন্তাভাবনা করছি সেখানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বইগুলো সংগ্রহ করা হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাঘর দিরাই উপজেলা কমিটি সহ সভাপতি জিয়াউর রহমান লিটন, লালবাঁশী দাস, সাংগঠনিক সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, ক্রীড়া ও শরীরচর্চা বিষয়ক সম্পাদক সদরুল ইসলাম, আফাজ মিয়া, প্লাবন দাশ, ঝুটন সূত্রধর, কৃষ্ণ সরকার প্রমুখ।