দিরাইয়ে হাওরাঞ্চলের চিকিৎসা উন্নয়নে মতবিনিময় সভা

হাওরাঞ্চলের চিকিৎসা উন্নয়নে দিনাজপুর অরবিন্দ শিশু হাসাপাতালের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেইল একাডেমি ও গ্রামীন জনকল্যাণ সংসদের নেতৃবৃন্দ।

শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের বাংলাদেশ ফিমেইল একাডেমির সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অরবিন্দ শিশু হাসাপাতাল দিনাজপুরের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিল চৌধুরী। এসময় তিনি হাওরাঞ্চলের গরীব অসহায় মা ও শিশদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে অরবিন্দ শিশু হাসাপাতাল দিনাজপুরের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

এদিকে, অরবিন্দ হাসপাতালের ৮ সদস্যের প্রতিনিধি দল চার দিনের সফরে দিরাই অবস্থান করছেন। শুক্রবার দিনভর উপজেলার অসহায় মা ও এতিম শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করার পর মতবিনিময়কালে হাওরপাড়ের চিকিৎসা ও শিক্ষার উন্নয়ন কাজ করার আশ্বাস দেন তারা।

৮ সদস্যের ওই প্রতিনিধি দলে রয়েছেন- অরবিন্দ হাসপাতালের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শামীম কবির, কোষাধ্যক্ষ জহির শাহ, কার্যকরী সদস্য বিধান চক্রবর্তী,উমা ভট্টাচার্য প্রমুখ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার ও সাধারণ জিয়াউর রহমান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রিন্সিপাল নাজমা বেগম, শিক্ষক আকিবুন্নেছা,রাজিব রায় প্রমুখ।

সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফিমেইল একাডেমির পরিচালক জামিল চৌধুরী।