সুনামগঞ্জের দিরাইয়ে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ শুরু হয়েছে। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় দিরাই হাইস্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়।
এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র লিটন রায়, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, রবীন্দ্র বৈষ্ণব, আশরাফ আহমদ, লিয়াকত হোসেন, জুয়েল মিয়া, আবুল কাশেম,পংকজ পুরকায়স্থ অমর, মহিলা কাউন্সিলর সাহার বানু, হেলেনা বেগম, মিনতি রানী রায়, পৌর কর্মকর্তা এসএম মুহিবুর রহমান, দেলোয়ার হোসেন, দিরাই প্রেসক্লাবে সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সদস্য এ কে কুদরত পাশা, ইমরান হোসাইন, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ, ক্রিকেটার রাসেল মিয়া, রায়হান মিয়া প্রমুখ।
মাসব্যাপী টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দিরাই সিক্সার্স দিরাই ও আর ডি বয়েজ রাধানগর। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১৬ ওভারে দিরাই সিক্সার্স ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে ৪ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আর ডি বয়েজ। বিজয়ী দলের হামিদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।