সুনামগঞ্জের দিরাইয়ে অর্ধ-শতাধিক দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি সংস্থা।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় সংস্থার নিজস্ব কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিরাইয়ের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সুত্রধর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের পরিচালক মো. মুনির হোসেন, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রশান্ত সাগর দাস প্রমুখ।