সিলেটের দক্ষিণ সুরমায় ঝড়ের সময় চলন্ত মাইক্রোবাসের উপর একটি গাছ উপড়ে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গাছ কেটে মাইক্রোবাসটি উদ্ধার করেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ৪ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরের পর থেকে হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। এসময় সিলেটগামী একটি মাইক্রোবাস সিলেট-ঢাকা মহাসড়কের তেতলি এলাকায় পৌছামাত্র সড়কের পাশের বড় একটি বাস মাইক্রোবাসের উপর পড়ে যায়। এতে বেশ ক্ষতিগ্রস্ত হয় মাইক্রোবাসটি। এসময় গাড়িতে থাকা ৪ যাত্রী আহত হন।
এদিকে মাইক্রোবাসটি গাছচাপা পড়ায় সিলেট-ঢাকা মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
দক্ষিণ সুরমা ফায়ার স্টেশনের ডিউটিম্যান ফরহাদ মিয়া বলেন, মাইক্রোবাসের উপর গাছ পড়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত একটি টিম ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে মাইক্রোবাসটি উদ্ধার করে। এ ঘটনায় মাইক্রোবাসটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।