সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ফেরীঘাট এলাকাস্থ হারুন মিয়ার কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জুয়েল আহমদ(৩৫), জাহের আহমদ (৪৫), মোহাম্মদ আলী সাগর (৪৩), মো. জাহাঙ্গীর (৩৫), রুবেল (৩০), চিত্ত রঞ্জন পাল (৫৫) ও ইব্রাহিম (৪০)।
আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৬ জুন) বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার।