সিলেটের দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম। বুধবার (৮ মে) রাতে সবকটি কেন্দ্রের দায়িত্বে থাকা এজেন্টদের তথ্য অনুযায়ী এ ফলাফল পাওয়া গেছে।
তবে, রাত ৯টা পর্যন্ত সহকারী রিটার্ণিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি।
সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও দক্ষিণসুরমা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, এখনও ফলাফল তৈরির কাজ চলছে। যে ফলাফল প্রার্থীরা পেয়েছেন সেটা তাদের এজেন্টদের কাছ থেকে পেয়েছেন। আমরা এখনও সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করিনি।
প্রার্থদের এজেন্টদের তথ্য অনুযায়ী, বদরুল ইসলাম টেলিফোন প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৭৬৮ ভোট। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৯৮৮ ভোট।
এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন প্রার্থী। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম (টেলিফোন), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মইনুল ইসলাম (আনারস), যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ (ঘোড়া) ও নাট্যকর্মী মো. সাহেদ মোশারফ (কাপ পিরিচ)।