থিয়েটার মুরারিচাঁদের নতুন কমিটি

থিয়েটার মুরারিচাঁদের নতুন কমিটি গঠন করা হয়েছে। একই সাথে বিজয়ের ৫৩ বছর ও থিয়েটার মুরারিচাঁদের বারতম বর্ষে পর্দাপন ও এগারোতম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের প্রারম্ভে বিজয়ের মাস ডিসেম্বরে শহিদ স্মরণে কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে  সমবেতকন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে এবং থিয়েটার মুরারিচাঁদের বর্তমান কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক তুষার তালুকদার ও হৈমন্তী বর্মন বহ্নির সঞ্চালনায় এবং থিয়েটার মুরারিচাঁদের সহ-সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ  প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজর  উপাধ্যক্ষ প্রফেসর আকমল হোসেন , শিক্ষক পরিষদের সম্পাদক  প্রফেসর তোফায়েল আহম্মদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর পান্না বসু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর জামাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাব শাহনাজ বেগম ,ও সম্মিলিত নাট পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ। এছাড়াও মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনায় ছিল কথাকলি সিলেট, নৃত্যশৈলী সিলেট, মেঠোসুর সিলেট,অনুরণন সাংস্কৃতিক সংগঠন, সরকারি কলেজে সিলেট, মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কবিতা পরিষদ, রি-ভাইব মুরারিচাঁদ মিউজিক্যাল ক্লাব ও থিয়েটার মুরারিচাঁদ।

অনুষ্ঠানের শেষের দিকে থিয়েটার মুরারিচাঁদের ২০২৪-২৫ অর্থবছরের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ  প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ। থিয়েটার মুরারিচাঁদ এর মনোনীত নতুন কার্যকরী পরিষদে আছেন। সভাপতি- কামরুল ইসলাম,সহ-সভাপতি – প্রতিক সিংহসা,ধারণ সম্পাদক সায়মা জাহান,যুগ্ম সাধারণ সম্পাদক – গৌরভ তালুকদার,সাংগঠনিক সম্পাদক- মাহফুজুল হক(অনিক প্রধান),অনুষ্ঠান সম্পাদক- অর্চিতা অর্পা,অর্থ সম্পাদক অপি ভট্টাচার্য,দপ্তর সম্পাদক  সম্পা দেবনাথ,প্রচার সম্পাদক আবিদা আক্তার,সদস্য শতাব্দী দেব উর্মী,সদস্য  আয়ান হুসাইন।