তিন বছর পর বন্দিদশা থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।
আজ শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে কাশিমপুর কারাগার থেকে বের হয়ে আসলে তাকে বরণ করেন তার ছেলে ও অন্যান্য স্বজনেরা। এ সময় কারা ফটকে তার ভক্তরা ফুল ছিটিয়ে তাঁকে স্বাগত জানান।
কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা মামুনুল হকের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, ৩৭টি মামলার জামিনের কাগজ পর্যালোচনা করে তাকে মুক্তি দেয়া হয়েছে।
৩৭টি মামলার মধ্যে ৩৬ মামলায় আগেই জামিন পেয়েছিলেন মামুনুল হক। বৃহস্পতিবার সর্বশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন তিনি।
জামিনের কপি রাতেই কারাগারে পৌছায়। তবে যাচাই-বাছাই শেষে শুক্রবার সকাল ১০টায় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। পরে ঘন্টাখানেক সময় তিনি কারাগারের ওয়েটিং রুমে বসেন। তারপর তার ছেলে যিমামুল হক ও অন্যান্য স্বজনরা আসার পর বেলা ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে কারাগার থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। ওই বছরের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদরাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।