সুনামগঞ্জের তাহিরপুরে সোনালী ব্যাংকে কৃষি ঋণ আদায় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) তাহিরপুর সদরে এই ঋণ আদায় ও বিতরণ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক সিলেট অঞ্চলের জিএম জামান মোল্লা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডিজিএম হিমাংশু আচার্য এবং সুনামগঞ্জ শাখার এজিএম হানিফ মোহাম্মদ সালাউদ্দিন।
এ প্রসঙ্গে শাখা ব্যবস্থাপক নিখিলেশ তালুকদার জানান, উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে কৃষি ঋণ আদায় ও বিতরণ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পিং এ ১০ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়েছে এবং আদায় করা হয়েছে ৬ লাখ ১১ হাজার ৭৮৯ টাকা।