সুনামগঞ্জের তাহিরপুরে বর্বরোচিত সাকিব রহমান (২৫) হত্যাকাণ্ডে পরিবারে শোকের মাতম থামছে না। নিহত সাকিবের ছবি বুকে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা।
এদিকে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে তাহিরপুর সচেতন নাগরিক সমাজ।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টায় উপজেলার আব্দুজ জহুর চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহত সাকিবের পরিবারের লোকজনও অংশ নেয়। মানববন্ধন কর্মসূচিতে বর্বরোচিত সাকিব হত্যাকাণ্ডে জড়িত মোশাররফ বাহিনীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের পক্ষে ইউপি সদস্য তোজাম্মেল হক নাছরুম বলেন, মিডিয়ার মাধ্যমে আমরা এতদিন কুখ্যাত এরশাদ শিকদারের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা জানতাম। এখন তাহিরপুরে মোশাররফ বাহিনীর দ্বারা সাকিব হত্যাকাণ্ডের ঘটনা যেন এরশাদ শিকদারের নির্মম হত্যাকাণ্ডগুলোর ঘটনা পুনরায় মনে করিয়ে দিচ্ছে। সামাজিকভাবে এদের বর্বর কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি।
সাকিব হত্যার ঘটনায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, সোমবার (২৪ এপ্রিল) রাত ১১টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মুজিবুর মিয়ার ছেলে সাকিব রহমানকে আসামিরা গ্রামের উল্লাসের মোড় থেকে জোরপূর্বক বসত বাড়িতে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করে হাত-পা ভেঙে ও নক উপড়ে হত্যা করে।
এ ঘটনায় ২৫ এপ্রিল রাতে সাকিবের পিতা মুজিবুর রহমান বাদী হয়ে তাহিরপুর থানায় ১০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও মামলায় এজহারভূক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।