তাহিরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

সুনামগঞ্জের তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

শুরুতে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, নারী ভাইস চোরম্যান খালেদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাশার, যুব মহিলা লীগের সভাপতি আইরিন আক্তার, সাংবাদিক শওকত হাসান, আবিকুল ইসলাম প্রমুখ।