সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
একুশের প্রথম প্রহরে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলের ও অঙ্গসংগঠনের নেতারা উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এদিকে উপজেলার বাদাঘাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শহিদমিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শেষে বাদাঘাট বাজারের দলীয় কার্যালয়ে ভাষা আন্দোলনে শহীদদের ত্যাগ ও তাৎপর্য নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন জেলা যুবদলের সদস্য মো. আজিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ডা. এসকে শফিকুল ইসলাম, যুবদলের সদস্য আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনাম তালুকদার, বাদাঘাট ইউনিয়ন বিএনপির নেতা আশরাফ তালুকদার, ওয়ার্ড বিএনপি সভাপতি আজিজুল তালুকদার ও সাঈদ বেপারী, বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সুজন মিয়া, বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিব, বড়দল উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাখাব উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ।