সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে পল্লী বিদ্যুতের সাবস্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাহিরপুর সচেতন নাগরিক মহল এর আয়োজন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেমের নিকট এ সংক্রান্ত একটি স্মারকলিপি তুলে দেন মানববন্ধনে অংশ নেওয়া লোকজন।
মানববন্ধনে বক্তারা বলেন, অগ্রাধিকার থাকা সত্বেও তাহিরপুর সদরে পল্লীবিদ্যুতের কোনো সাবস্টেশন নেই। দেশের প্রতিটি উপজেলায় সাবস্টেশন উপজেলা সদরে স্থাপন করা হলেও ব্যতিক্রম এই উপজেলা। এই উপজেলায় সাবস্টেশন (তাহিরপুর সাব জোনাল অফিস-১) নামে একটি স্থাপন করা হলেও সেটি বাদাঘাট ইউনিয়নে রয়েছে। তারা আরও বলেন, জানতে পেরেছি আরও একটি সাবস্টেশন তাহিরপুর সদরের বাহিরে ট্যাকেরঘাট এলাকায় স্থাপন করা হবে। কিন্তু আমরা বলতে চাই তাহিরপুর উপজেলায় আর কোনো সাবস্টেশন স্থাপন করা হলে সেটি করতে হবে তাহিরপুর সদরে। নয়তো পল্লীবিদ্যুতের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
স্থানীয় ইউপি সদস্য তুজাম্মিল হক নাছরুমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, সচেতন নাগরিক মহলের পক্ষে মেহেদী হাসান উজ্জল, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, বাদল মিয়া, আতিকুর রহমান আতিক, জাহাঙ্গীর আলম, শাহাজাহান, গোলাম নবী সাজ্জাদ, আবু জুহুর, আবুল হাসান রাসেল, তানিম আহমদ লিংকন, আসাদুজ্জামান মুন্না, সাংবাদিক শওকত হাসান, ছাত্রনেতা আবুল হাসনাত রাহুল, সাজিবুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিলন কুমার কুন্ডু বলেন, এরকম কোনো প্রজেক্ট আপাতত আমাদের হাতে নেই। তাই এ নিয়ে এর বেশি কিছু বলতে পারছিনা।