সুনামগঞ্জের তাহিরপুরে প্রখর রোদ উপেক্ষা করে শনির হাওরে কৃষকের পাকা ধান কেটে দিলেন উপজেলা ছাত্রলীগের নেতারা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের কৃষক কামরুল হাসানের ২ বিঘা জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
ধান কাটার কাজে উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে অংশ নেন যুগ্ম- সাধারণ সম্পাদক রকিব রহমান, মোস্তফা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান আহমেদ ও উপজেলা ছাত্রলীগ নেতা মুসাব্বির, পলক, অর্ণম, আসমাউল, রুবেল, রাকিব, বিপুল, অভিক, জিসান প্রমুখ।
কৃষক কামরুল হাসান বলেন, কালবৈশাখী ঝড় নিয়ে কিছু শঙ্কা আছে। তাই দ্রুত ধান কেটে ঘরে উঠানোর চেষ্টা করছি। আজ প্রখর রোদে ছাত্রলীগের নেতারা স্বেচ্ছায় আমার জমির পাকা ধান কেটে দিয়েছেন। এতে আমার অনেক উপকার হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের কর্মসূচির অংশ হিসেবে আমরা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছি।