বিশ্বম্ভরপুর উপজেলার মাল্টিপারপাস সেন্টারের ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে, ক্লাবের পরিচালক ইংরেজি শিক্ষক এমদাদুল হক মিলনের ডায়নামিক ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৭ মে) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদি-উর রহিম জাদিদ, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, সংগঠক প্রণবকান্তি দেব এবং সিলেট দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুমন রায়।
ল্যাঙ্গুয়েজ ক্লাবের নির্বাহী পরিচালক, মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ নুরুল আলম সাগর। অনুষ্ঠানে লেখক অনুভূতি ব্যক্ত করেন বইয়ের লেখক এমদাদুল হক মিলন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ, পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন এবং ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মিয়া, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন ও সাধারণ সম্পাদক সালেহ আহমদ।