কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) কর্মরত শিক্ষকগণের পদোন্নতি, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদানের দাবিতে বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির বিভাগীয় আহ্বায়ক কমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লবের হলরুমে আয়োজিত প্রতিবাদ সভায় বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির বিভাগীয় আহ্বায়ক কমিটির সভাপতি মুহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুদীপ্ত চক্রবর্তীও পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, দেশের ৬৪টি টিএসসিতে ২০০৪ সালের পর থেকে কোনো শিক্ষক/কর্মচারী নিয়োগ প্রদান না করায় সরকারের লক্ষ্য অর্জনের জন্য টিএসসিতে কর্মরত শিক্ষকগণ ৩-৪ গুণ দায়িত্বপালন করে যাচ্ছেন। ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিনা পারিশ্রমিকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সেও ১ম ও ২য় শিফটের কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করেছেন। ২০২১ সালে ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের অনুকূলে ২৬৯৫টি পদ এবং ১০০টি টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য ৬ হাজার ৪০০টি নতুন পদ রাজস্ব খাতে সৃজন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখন পর্যন্ত টেকনিক্যাল স্কুল ও কলেজে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। অত্যন্ত দুঃখের বিষয়, নিয়োগ বিধি ২০২০ এবং সরকারি চাকরি আইন এর বিধি ৮(১) পদোন্নতির সকল শর্ত পূর্ণ থাকার পরেও দেশ-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষকগণকে পদোন্নতি প্রদান করা হচ্ছে না। টিএসসিতে কর্মরত শিক্ষকগণ দীর্ঘ ২২-২৩ বছর চাকরি জীবন অতিবাহিত করায় তাদের মূল বেতন পদোন্নতির পর প্রাপ্য বেতন অপেক্ষা অধিক। অবিলম্বে এসব দাবি পূরণ না হলে কেন্দ্রীয় কমিটি আরও কর্মসূচি দিতে বাধ্য হবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, টিএসসিতে কর্মরত শিক্ষকগণ ২২-২৩ বছর একই পদে কর্মরত থাকার পরও কোনো সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদান করা হয়নি। এতে করে দেশের কারিগরি শিক্ষা প্রদানকারী শিক্ষকগণ হতাশার মধ্যে রয়েছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। টিএসসিতে কর্মরত শিক্ষকদের পদোন্নতি, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড এর দাবিতে বার বার কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট পত্র ও দাবি জানানো সত্ত্বেও দাবিসমূহ বাস্তবায়নের কোনোরূপ দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেদওয়ান উল্লা, এনায়েত রাব্বি মো. ইয়াসিন ও আব্দুল্লাহ আল হাদি।
আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু আহমদ সাগর, হাবিবুর রহমান, মাহিবুর রহমান, অসিম চক্রবর্তী, মাহবুব হাসান, উজ্জ্বল কুমার দে, রফিকুল ইসলাম, অরুন কান্তি শর্মা, নীহার রঞ্জন রায়, আনিসুর রহমান, প্রশান্ত কুমার সিংহ, শাহাদাত হোসেন প্রমুখ।