সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেযর আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, দীর্ঘ নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। সিলেট নগরবাসী অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর নৌকাকে ভোট দিয়ে বিশাল ব্যবধানে জয়ী করেছেন। তারা পরিকল্পিত উন্নয়নের জন্য নৌকাকে বেছে নিয়েছেন। প্রচারণায় আমরা তাদের এ প্রতিশ্রুতিই দিয়েছিলাম।
তিনি রোববার (২৫ জুন) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, সিলেটবাসী গত ১০ বছর ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। প্রধানমন্ত্রী ঠিকই বরাদ্দ দিয়েছেন। কিন্তু তার সদ্ব্যবহার হয়নি। এখন সময় এসেছে সিলেট নগরবাসীর স্বপ্ন বাস্তবায়নের। জলাবদ্ধতা, মশার উপদ্রব থেকে মুক্তি চান তারা। এ লক্ষ্যে পরিকল্পনা করে এগুতে চাই আমি।
তিনি বলেন, ‘ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হতে এখনো কয়েক মাস দেরি হবে। তবে আমি থেমে থাকবো না। এ কয়েক মাস আমি সবার মতামত নিয়ে পরিকল্পনা প্রস্তুত করবো। তারপর কাজ।’
এসময় তিনি আবারও দলমত নির্বিশেষে সিলেটের সর্বস্থরের জনগণের সার্বিক সহযোগীতার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এর আগে দুপুরের দিকে তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেট নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে পরিকল্পনা প্রনয়ন ও কাজ শুরুর পরামর্শ দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, অলইরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বির আলী, মহানগর আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান সুহেদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাশু দাস মিঠু, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, সুজন দেবনাথ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি নাইম আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, কাউন্সিলর রুহেল আহমদ।
যুক্তরাজ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আখতার হোসেন ভূঁইয়া মিলন, যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সেলিম, সহ-সভাপতি মাহবুব আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মো. আয়াছ, যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন লিটন, দপ্তর সম্পাদক আসাবুর রহমান জীবন, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, সহসভাপতি জুবায়ের সিদ্দিকী সেলিম, সহ-সভাপতি শাহ মিনার আলী, লন্ডন যুবলীগের সহ-সভাপতি শেখ শহীদ, কামাল আহমেদ, মাহবুব মোর্শেদ, জুবের আলম, মো. শাকিব উদ্দিন, সৈয়দ সাদেক আহমদ, মোশাহিদ আলী, দুলাল মিয়া, এমদাদূর রহমান (সুয়েজ), দেলওয়ার হোসেন, আ. মুহিব (বিদু), রোমান চৌধুরী, হামিদুর রহমান চৌধুরী।
উল্লেখ্য, গত ২১জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে জাতীয় পার্টির লাঙলের প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে প্রায় ৬৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
শনিবার (২৪ জুন) তিনি স্ত্রী, দুই ছেলে ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডির ৩২নং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।