টুকেরবাজারে ১৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারী আটক

সিলেট নগরীর জালালাবাদ থানাধীন টুকেরবাজার থেকে ১৪০ বস্তা চিনিসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এসআই (নিরস্ত্র) লিটন চন্দ্র নাথ এবং রাত্রীকালীন সিয়েরা-২২ পার্টির অফিসার এএসআই (নি.) জিয়াউর রহমানসহ জালালাবাদ থানা পুলিশের একটি একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো- ছাতক থানাধীন কাশিপুর গ্রামের (বর্তমানে সুবিদবাজার) মৃত শফিক উল্লাহ’র ছেলে সাইদুল হক (৩০), জালালাবাদ থানাধীন মইয়ারচর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে মো. সোহেল রানা (৩৩) ও নগরীর বনকলাপাড়ার মৃত আছদ্দর আলীর ছেলে জাকির হোসেন (২২)। এসময় বাবুল নামের একজন ও অজ্ঞাত ট্রাক চালক পালিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া কর্মকর্তা) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জালালাবাদ থানাধীন তেমুখী বাইপাস পয়েন্টস্থ রাস্তার মোড়ে মহাসড়কের উপর চেকপোস্ট করাকালে দুটি মোটর সাইকেল সহযোগে ১টি হাইড্রোলিক ট্রাক ঘটনাস্থলে এসে পুলিশের চেকপোস্ট দেখে গতিপথ পাল্টানোর চেষ্টাকালে পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, ট্রাকের ভিতর ভারতীয় তৈরী চিনি রয়েছে। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১৪০ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির মূল্য আনুমানিক ৭ লক্ষ টাকা।

এ ঘটনায় এসআই (নি.) লিটন চন্দ্র নাথ বাদী হয়ে তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় এজাহার দায়ের করলে সেটি মামলা হিসেবে (মামলা নং-০৯, তাং-২৫/০২/২০২৪খ্রিঃ) গ্রহন করা হয়।

আটক আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া কর্মকর্তা) মোহাম্মদ সাইফুল ইসলাম।