জৈন্তাপুরে ৭৬২ বোতল ভারতীয় মদ আটক

জৈন্তাপুরে ৪৮ বিজিবির অভিযানে ৭৬২ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী হাওড় সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন ডিবির হাওড় বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী হাওড় সীমান্ত এলাকায় টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৭৬২ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজারমূল্য ১১,৪৩,০০০/= (এগারো লক্ষ তেতাল্লিশ হাজার টাকা)। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর চোরাকারবারিরা বিজিবি টহল দলের টের পেয়ে রাতের অন্ধকারে মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করতঃ পরবর্তীতে বিজিবির ব্যবস্থাপনায় ধ্বংস করা হবে।’