জৈন্তাপুরে লেগুনার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তিয়া গেইট এলাকায় লেগুনা গাড়ির ধাক্কায় ইউসুফ আহমদ (৭) এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ১ম শ্রেণির ছাত্র।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে শিশু ইউসুফ স্কুল ছুটির পর তার মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় জাফলংগামী একটি লেগুনা গাড়ি ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফ কানাইঘাট উপজেলার মানিকগঞ্জ বাউরভাগ পূর্ব গ্রামের সৌদি প্রবাসী বুলবুল আহমদ এর ছেলে। ছেলেকে লেখাপড়া করানোর জন্য বর্তমানে জৈন্তাপুরের ঘাটেরচটি গ্রামের আবু সাইদ (পোস্ট মাস্টার) এর বাড়িতে ভাড়া থাকতেন বুলবুলের পরিবার।

এ ব্যাপারে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির জানান, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং ঘাতক লেগুনা জব্দ করি। কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সে করে শিশু ইউসুফের মরদেহ বাড়ি পৌঁছার সাথে সাথে পাড়া-প্রতিবেশী শেষ দেখা দেখতে ভিড় জমান। তখন বাড়িতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।