সিলেট জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী লিয়াকত আলী আনারস প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৯০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল গফফার চৌধুরী কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ০১০ ভোট।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী ছিলেন। কিন্তু প্রতীক বরাদ্দের পর পর দুইজন প্রার্থী নির্বাচন হতে সরে দাঁড়ালে শেষ মুহুর্তে প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন তিনজন।
অপরদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাহাদ উদ্দিন সাদ্দাম (টিউবওয়েল) নির্বাচিত হয়েছেন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সুনারা বেগম (কলস) নির্বাচিত হয়েছেন।
জৈন্তাপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ৩৪ হাজার ৬১১ জন। তাদের মধ্যে ৬৯ হাজার ৯৫৭ জন পুরুষ ভোটার এবং ৬৪ হাজর ৬৫৩ জন মহিলা ভোটার। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ জন। উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৪৬টি।