জুড়িতে ভেলায় চড়তে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুড়ীর সদর জায়ফর নগর ইউনিয়নে কলা গাছের ভেলায় চড়তে গিয়ে দুই শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে একজন কেবি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র এবং অপরজন একই বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।

জানা যায়, সোমবার বিকেলে মনতৈল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে রানা মিয়া (১০) এবং পাশের গুচ্ছগ্রামের ফারুক মিয়ার ছেলে রানা (৯) বাড়ির পাশে বন্যার পানিতে কলা গাছ দিয়ে তৈরি ভেলায় চড়তে যান। এ সময় তারা ক্ষেতের জমিতে থাকা মাছের গর্তে পড়ে গেলে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানের চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে।