সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালুও পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে উপজেলার জাফলংয়ের ডাউকী নদীর নয়াগাঙের পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি বালুবাহী ইঞ্জিনচালিত নৌকা ও মেশিন জব্দ করে মোট দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় বিজিবি সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোর্শেদ, গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবীরসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৪টি বালুবাহী নৌকাকে আটক করে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকবে।