জাফলংয়ে মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা কর্মশালা নারী সমাবেশ

‘সুস্থ জাতি গঠনে মা ও শিশুর সুস্থতার বিকল্প নেই’ এই প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাটে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে কর্মশালা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে জাফলংয়ের অন্যতম সামাজিক সংঘঠন মমিনপুর নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও বিশিষ্ট মুরুব্বী হাতেম মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওসার।

জাফলংয়ে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা ও নারী সমাবেশে বক্তারা বলেন, ‘শিশু গর্ভে থাকাকালীন তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ গঠিত হয়। তাই এ সময় মায়ের খাদ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়ে যত্ন নিতে হবে। মায়ের খাওয়া খাদ্য প্লাসেন্টা’র মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করে। তাই মা যা খাচ্ছেন, সেটি মা-শিশু উভয়ের জন্যই পর্যাপ্ত পুষ্টির জোগান দিচ্ছে কি-না, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মায়েদের সুষম খাবার খাওয়াতে হবে।’

বক্তারা আরও বলেন, মা যদি অসুস্থ হোন বা যদি কোনো বিষয়ে মানসিকভাবে উদ্বিগ্ন থাকে্ন, সেটিও উভয়ের জন্য সমান ক্ষতির কারণ হতে পারে। তাই গর্ভকালীন একজন মায়ের সমানভাবে শারীরিক ও মানসিক যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। পরিকল্পিত গর্ভধারণ মা ও শিশু উভয়ের জন্যই অত্যন্ত নিরাপদ।

মুমিনপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. রমজান সাদাফের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি আবুল কালাম, সিনিয়র স্টাফ নার্স তানিয়া আক্তার, স্বাস্থ্য সহকারি জিল্লুর রহমান শিকদার, জাফলং বাজারের পল্লী চিকিৎসক হাসিনা বেগম, জাফলং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর মফিজুল ইসলাম, সমাজ সেবিকা সুমাইয়া মাহমুদ সুমি প্রমুখ।

সভা শেষে গর্ভবতী মহিলাদের প্রসব কাজে সহায়তা করায় তিন নারীকে সম্মাননা প্রদান করা হয়।