পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ বলেছেন, জবরদখলকৃত জায়গা উদ্ধারে বৃটিশ আমলের বন আইন পরিবর্তন করা হবে। এখনও বন বিভাগ চলছে বৃটিশ আইনে তাই এ আইন পরিবর্তন করে যুগোপযোগী করা হবে। যার ফলে বন বিভাগের জবরদখলকৃত জায়গা সহজে উদ্ধার হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশ। এই পরিবর্তন রোধে গাছ লাগানোর কোন বিকল্প নেই। সে লক্ষ্যে সিলেট বিভাগে ৭৫ কোটি টাকা ব্যয়ে বনায়ন করা হচ্ছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) কুলাউড়া উপজেলার বন বিভাগের রেঞ্জ অফিসের সতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম বেনু, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদেীস চৌধুরী পরি প্রমুখ।