জন্মাষ্টমীতে সিলেটে বর্ণিল শোভাযাত্রা

শ্রীকৃঞ্চের জন্মতিথি উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে সিলেট নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট নগরী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে।

শুক্রবার (১৯ আগস্ট) নগরীর শ্রী শ্রী মহাপ্রভু জিউর মন্দির মুনিপুরী রাজবাড়ী থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় শ্রীকৃঞ্চসহ বিভিন্ন দেবদেবীর সাজে অংশ নেন নারীপুরুষ ও শিশু। ঢোলবাদ্য বাজিয়ে, নেচে-গেয়ে তারা এসময় আনন্দ প্রকাশ করেন।

নগরীর বিভিন্ন মন্দিরে গীতাযজ্ঞ, কৃষ্ণপূজা, আলোচনাসভা, কীর্তন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট এ শোভাযাত্রার আয়োজন করে।