জগন্নাথপুরের হাওর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে জাহানারা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) জগন্নাথপুরের চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের চিলাউড়া (পণ্ডিতা) গ্রামে এ ঘটনা ঘটে। ষাটোর্ধ ওই বৃদ্ধা ওই গ্রামের ছমর উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান,  নিজ বাড়িতে অসাবধানতাবশত ফ্রিজের ভোল্টেজমিটারের লাইন ধরতে যান জাহানারা বেগম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের মেঝতে পড়ে যান তিনি। পরে তার ছেলের বউ মুন্নি বেগম তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এক পর্যায়ে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। উদ্ধার করে জাহানারা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম  বলেন, নিজ ঘরেই বিদ্যুৎস্পৃষ্টে জাহানারা বেগমের মৃত্যু হয়েছে। অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।