জগন্নাথপুরে  ৩ দিন ব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি অফিসের আয়োজনে ৩ দিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

৪ জুন থেকে ৬ জুন সকাল ৯ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে  পুষ্টি বিষয়ক কর্মশালা সম্পন্ন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের  বিজ্ঞানিক কর্মকর্তা   মুশফিকুছ  সালেহীন । জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শহিদুল ইসলাম শহিদ, উপজেলা   মৎস্য কর্মকর্তা আল আমিন,  প্রমুখ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী, সংবাদকর্মী,  সমাজসেবা কর্মী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক, কৃষাণীরা, সহ গণ্যমান্য ব্যক্তিরা। প্রশিক্ষণ শেষ প্রশিক্ষণার্থীকে ব্যাগ, খাতা, কলম ইত্যাদি বিতরণ করা হয়।