জগন্নাথপুরে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জুয়াড়িদের মঙ্গলবার (৪ এপ্রিল) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, জগন্নাথপুর থানার ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে এসআই জিন্নাতুল ইসলাম, এসআই ওবায়দুল্লাহ ও এএসআই মো. সোহেলসহ একদল পুলিশ উপজেলার কলকলিয়ায় ইউনিয়নের বাদে খাশিলা গ্রামের মৃত অদ্বৈত দাসের ছেলে অর্জুন দাস, পৌর সদরের কবিরপুর গ্রামের মিছকন্দর আলীর ছেলে শফিকুল ইসলাম, হবিবপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে আবুল হোসেন, বাড়ী জগন্নাথপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে তকবুর মিয়া ও হবিবপুর গ্রামের মৃত তৈমুজ আলী মো. শিপন মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় খেলায় ব্যবহার করা নগদ ১ লক্ষ ৪৫ হাজার ৮৯০ টাকা, জুয়া খেলার ১৫৬টি তাস, ১টি বিছানার চাদর উদ্ধার করা হয়।

গ্রেপ্তারর সত্যতা নিশ্চিত করে ওসি মো. মিজানুর রহমান বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে ১০ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।