সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রজেক্ট লাঞ্চিং মিটিং শিরোনামে স্বাস্থ্য বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬ মে) সকাল এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় ও এনজিও সংস্থা ফ্রেন্ডশীপ এর আয়োজন করেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূধনধর এর সভাপতিত্বে ও ফ্রেন্ডশীপের কর্মকর্তা আব্দুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের লাইন ডাইরেক্টর ডা. নুরুল নাহার বেগম।
বিশেষ অতিথি ছিলেন ফ্রেডশীপের সিনিয়র ডাইরেক্টর গোলাম রসুল, ডিপুটি ডাইরেক্টর ডা. এটিএম সানাউল বাশার, স্বাস্থ্য ও পরিবার অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. মতিউর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হোসেন লালন, ইউএনও সাজেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।