জগন্নাথপুরে মৎস্যজীবী লীগের শোক র‌্যালি ও আলোচনা সভা

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পঁচাত্তরের ১৫ই আগস্টের সকল শহীদদের স্মরণে জগন্নাথপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে বুধবার (৩১ আগস্ট) সকাল ১১টায় জুনেদ আহমেদ ভুইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল দাসের পরিচালনায় বিশাল শোক র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে ১৫ই আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা যুবলীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম।

অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মো. শফিক মিয়া, অমিয় কুমার গোপ প্রমুখ।

সভায় বক্তারা শোকাবহ ১৫ই আগস্টের গুরুত্ব তুলে ধরেন এবং ঘৃণ্য জগণ্যতম বর্বোরচিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।