সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্র দল ও ডিগ্রি কলেজ শাখার সাধারণ শিক্ষার্থীরা সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের দৃষ্টান্তমূলক শাস্তি ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে ও ডিগ্রি কলেজে পৃথকভাবে দু’টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা ও পৌর ছাত্রদল নেতৃবৃন্দ ও কলেজ শাখার সাধারণ শিক্ষার্থীরা সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ফাঁসি ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সেচ্ছাসেবকলীগ নেতাদের দুর্নীতি, নৈরাজ্য, লুটপাট, গুম ও খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তরের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার মিছিলে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ-৩ আসনের এমপি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ ৯৯ জনকে আসামি করে ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি। দায়েরকৃত মামলায় ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান কে গ্রেপ্তার করেন জেলা পুলিশ। গ্রেপ্তারের পর ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হলে, আদালত জেল হাজতে পাঠানোর আদেশ দেন।