জগন্নাথপুরে বিদ্যালয়ের ৮ শতক ভূমি উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার ৬ নং ওয়ার্ডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কোটি টাকার জায়গা উদ্ধার করল প্রশাসন।

প্রভাবশালী ব্যক্তির দখল থেকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এ ভূমি উদ্ধার করা হয়। জমিটি দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম ভুঁইয়া ও সফিকুল ইসলাম ভুঁইয়ার দখলে ছিল।

বুধবার (১২ জুন) জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা আধ অভিযান চালিয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ শতক জমি উদ্ধার করেন। একইসঙ্গে সাইনবোর্ড লাগিয়ে ও লাল নিশান টানানো হয় এবং স্কুলের দখল ও নিয়ন্ত্রণে আনা হয়।

জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান তোফাজ্জল হক বলেন, ‘আমাদের বিদ্যালয়ের অনেক জায়গা প্রভাবশালীরা দখল করে রেখেছেন। কিছু ভূমি নিয়ে আদালতে মামলা রয়েছে। আমাদের স্কুলে ছাত্রীদের খেলাধুলা করার জায়গা নেই। এই ভূমি ,আমাদের স্কুলের। আজ দুপুরে ছাত্রীদের নিয়ে প্রশাসনের সহযোগিতায় জায়গাটা উদ্ধার করি। আমাদের সীমানায় সাইনবোর্ড ও লাল নিশানা দিয়ে চিহ্নিত করি।’

নবম শ্রেণীর এক ছাত্রী বলেন, ‘আমাদের বিদ্যালয় এর জায়গা দীর্ঘদিন ধরে প্রভাবশালী দখলে রেখেছে, আজ আজ আমরা প্রশাসনের সহযোগিতায় আমাদের স্কুলের জায়গা চিহ্নিত করেছি।’

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা আধ বলেন, ‘সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি বেদখল থেকে স্কুলের দখলে আনা হয়েছে। এই ভূমি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের। আমরা সাইনবোর্ড ও লাল নিশান দিয়ে জায়গা চিহ্নিত করেছি।’

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম বলেন, ‘সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।