জগন্নাথপুরে ফেসবুক স্ট্যাটাসের জেরে বৃদ্ধ নিহতের ঘটনায় গ্রেপ্তার আরও ১

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে অতর্কিত হামলায় বৃদ্ধ নিহতের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাগময়না-তাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া- রাজিব মিয়া (২৩) উপজেলার বাগময়না তাজপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ বলেন, ‘মসজিদ কমিটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হামলায় বৃদ্ধ নিহতের ঘটনায় অভিযান পরিচালনা করে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, এ ঘটনায় গত মঙ্গলবার রাতে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার বাগময়না-তাজপুর রসুলপুর গ্রামের হযরত শাহজালাল জামে মসজিদ ও মরহুম হাজী মো. খুশি মিয়া হিফজ শাখার পরিচালনা কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে বাগময়না-তাজপুর গ্রামের মোল্লা আব্দুল আজিরের নেতৃত্বে প্রতিপক্ষের উপর অতর্কিত হামলা করা হয়। এসময় দুই পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সংর্ঘষ হয়। এতে সুজাত উল্লাহ নামে এক বৃদ্ধ নিহত হন।