জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনে সমাপ্তি ঘটলো এবারের দূর্গোৎসবের

ফাইল ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৪১টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, গম্ভীর ধর্মীয় ভাব ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো এবারের শারদীয় দূর্গাপূজার।

রোববার বিকেল ৪টার মধ্যে জগন্নাথপুর থানা পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, আনসার সদস্য, উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে জগন্নাথপুর সুইস গেইট ও কুশিয়ারা নদীসহ অন্যান্য এলাকায় ৪১টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

প্রতিমা বির্সজনের পুরো বিষয়টি তদারকি করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওএনও) আল বশিরুল ইসলাম ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সতিশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রদীপ সুত্রধর , হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিসহ আরও অনেক নেতৃবৃন্দ।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, ‘এবারের শারদীয় দুর্গাপূজায় সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় স্বাচ্ছন্দ্যে জগন্নাথপুর উৎসবমুখর পরিবেশে সার্বজনীন দুর্গাপূজা সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বিধান সহ সকলের সহযোগিতা ও ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে জগন্নাথপুর শারদীয় দূর্গাপূজা আমরা পালন করতে পেরেছি।

শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হওয়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, থানা পুলিশ, আনসার বাহিনী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সবসময় তারা সম্প্রীতির মাধ্যমে তাদের ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করে আসছেন।’