জগন্নাথপুরে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

সুনামগঞ্জের জগন্নাথপুরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দ্রুতগতিতে বাড়ছে হাওর ও নদ-নদীর পানি। এতে উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা শঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (৩ জুলাই) সকাল থেকে নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে পৌর এলাকার হাসিমা বাদ, তিলুনা, মন্দির বাড়ি, বাসুদেব বাড়ির এলাকার রাস্তাঘাট ডুবে গিয়ে ভোগান্তিতে পড়েছে এ সড়ক দিয়ে চলাচলকারী সাধারন মানুষ।

জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় নদ-নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া নলজুর হেলিপেট পয়েন্টে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী এলাকাসহ নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।

জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ড উপ সহকারী হাসান গাজী বলেন, ‘কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জগন্নাথপুরের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনই স্থায়ী বন্যার আশঙ্কা করা হচ্ছে না।

সিলেট ভয়েস/এএইচএম