জগন্নাথপুরে কেটে ফেলা হলো সরকারি গাছ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বটের তল নামক স্থানে রাস্তার পাশ থেকে ১টি সরকারি রেইন্ট্রি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে হবিবপুর গ্রামের সফিকুল ইসলামের বিরুদ্ধে।

জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী জিতু মিয়ার বাড়ির সামনের রাস্তার পাশে থাকা সরকারি বড় ১টি রেইন্ট্রি গাছ কেটে ফেলা হয়। পরে বন বিভাগের লোকজন ও উপজেলা প্রশাসন কাটা গাছটি জব্দ করে হেফাজতে নেয়।

এদিকে উপজেলা প্রশাসনের মৌখিক নির্দেশে গাছ কেটেছেন বলে জানিয়েছেন শ্রমিকরা।

অভিযুক্ত সফিকুল ইসলাম বলেন, যুক্তরাজ্য প্রবাসী জিতু মিয়ার কথামতো রাস্তার পাশে থাকা গাছ কেটেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিদুল ইসলাম বলেন, আমি সুনামগঞ্জে মিটিংয়ে আছি। বিষয়টি তহসিলদারকে বলে দিচ্ছি।

সুনামগঞ্জ বন বিভাগের উপ-পরিচালক রবিন্দ কুমার সিংহ বলেন, সরকারি গাছ ডিসি সাহেবের অনুমতি নিয়ে টেন্ডারের মাধ্যমে কাটতে হয়।

জগন্নাথপুর উপজেলার ভূমি কর্মকর্তা সুহেল আহমদ বলেন, এভাবে গাছ কাটার অনুমতি নেই। কাটা গাছ আপাতত প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। ইউএনও স্যারের সাথে কথা বলে পরবর্তীতে এগুলো বিধি মোতাবেক নিলামে বিক্রি করা হবে।