জগন্নাথপুর পৃথক অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদেরকে রোববার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মৃত আমির উল্লার ছেলে সুরুজ আলম (৪৪), মৃত আমির উল্লাহ জাকারিয়া (৩১) ও জগন্নাথপুর থানার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ওয়াহিদনগর গ্রামের মৃত সমছু মিয়া ছেলে আব্দুল মন্নান (৬৩)।

তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনজার্চ মো. মিজানুর রহমান জানান, থানা পুলিশের পৃথক অভিযানে একাধিক মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।