র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিলেট এর মাদকবিরোধী অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প,হবিগঞ্জ এর একটি আভিযানিক দল রোববার রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন উবাহাটা এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চুনারুঘাট থানার উবাহাটা এলাকার বাসিন্দা নুরুল হকের ছেলে কাজী হোসাইন মোহাম্মদ (২৫) ও হবিগঞ্জ জেলার সদর থানার জগতপুর খালপাড়া এলাকার বাসিন্দা মৃত অলিউর রহমানের ছেলে মো. জয়নাল আবেদীন বশির (৩৭)।
র্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।